বুধবার (২০ জুন) ত্রিপুরা বিধানসভার অধিবেশনে বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, ইতিমধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ১৯৬ কোটি রুপি’র অনুমোদন দিয়েছে ভারত সরকার।
তিনি আরও বলেন, আগরতলা স্মাট সিটি প্রকল্পের অধীনে শহরে অত্যাধুনিক ও বিজ্ঞানসম্মত গাড়ি পার্কিং ব্যবস্থা এবং বিভিন্ন জায়গাকে ওয়াই-ফাই জোনে পরিণত করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের ৫০ শতাংশ অর্থ দিচ্ছে ভারত সরকার, বাকি ৫০ শতাংশ দিতে হবে ত্রিপুরা সরকারকে। এই প্রকল্প বাস্তবায়নের কাজ আরও আগেই শুরু করা যেতো কিন্তু সাবেক রাজ্য সরকারের অনিহার কারণে তা হয়নি। নতুন সরকার আসার পর অর্থের সংস্থান করে এখন আমরা কাজ শুরু করেছি।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসসিএন/টিএ