ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

দুর্ঘটনার হাত থেকে যাত্রীবাহী ট্রেন বাঁচিয়ে হিরো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
দুর্ঘটনার হাত থেকে যাত্রীবাহী ট্রেন বাঁচিয়ে হিরো ছবি: বাংলানিউজ

আগরতলা: দুর্ঘটনার হাত থেকে যাত্রীবাহী ট্রেন বাঁচিয়ে বাস্তব জীবনের হিরো হয়ে উঠেছেন ত্রিপুরার ধলাই জেলার স্বপন দেববর্মা। তাকে এ কাজে সহযোগিতা করেছেন তারই মেয়ে সুমাতি দেববর্মা।

জানা গেছে, গত ১৫ জুন প্রবল বর্ষণের কারণে আমবাসা এলাকায় পাহাড়ে রেললাইনের পাশের মাটি ধসে পড়ে। তখন ওই লাইন দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন আসছিলো।

স্বপন ও তার মেয়ে সুমাতি দেববর্মা ট্রেনের চালককে সংকেত দিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।

বৃহস্পতিবার (২১ জুন) স্বপন ও তার মেয়েকে ত্রিপুরা বিধানসভায় ডেকে সংবর্ধনা দেওয়া হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, এই সাহসিকতা দেখে ত্রিপুরা সরকার বাবা-মেয়ের জন্য পুরস্কার ঘোষণা করবে।

বিধায়ক রতন চক্রবর্তী বিধানসভায় পরামর্শ, সাহসিকতার পুরস্কারের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হোক স্বপনের মেয়ে সুমাতির নাম। পাশাপাশি ত্রিপুরা সরকারকে বিধায়ক কল্যাণী রায় সুমাতির পড়াশোনার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার ত্রিপুরা সরকারের আদিবাসী কল্যাণ দফতরের তরফে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসসিএন/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।