ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চালু হচ্ছে অ্যাপ ভিত্তিক পরিবহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
আগরতলায় চালু হচ্ছে অ্যাপ ভিত্তিক পরিবহন ...

আগরতলা: ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরেও ইন্টারনেটের অ্যাপ ভিত্তিক যাত্রী পরিষেবা চালু হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি মহাকরণে বেসরকারি পরিবহন সংস্থার সঙ্গে ত্রিপুরা সরকার পরিবহন দফতরের বৈঠক হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জুলাই) সন্ধ্যায় মহাকরণে সংবাদ মাধ্যমকে এক সংবাদ সম্মেলনে একথা জানান পরিবহন দফতরের মন্ত্রী প্রাণজিৎ সিংহরায়।  
তিনি জানান, আন্তর্জাতিক কোনো পরিবহন সংস্থাকে এই বরাত দেওয়া হচ্ছে না।

দেশীয় পরিবহন সংস্থাকে এই বরাত দেওয়া হবে। তবে তিনি এদিন সংস্থার নাম উল্লেখ করেননি।  তিনি আরও জানান, এখনো চ‍ূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, হলে তবেই নাম উল্লেখ করা হবে।  

এদিন সম্মেলনে পরিবহন মন্ত্রীর পাশাপাশি শিক্ষা মন্ত্রী রতন লাল নাথও উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।