ত্রিপুরা সরকার চায় রাজ্য থেকে সরাসরি যেন আদা, গোল মরিচ, আনারস, রাবার সিট, কাজুবাদাম, কাঁঠালসহ অন্যান্য যাতে বাংলাদেশে রফতানি করা যায়। ত্রিপুরা থেকে বাংলাদেশে রফতানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা জারি করেছে সেদেশের সরকার।
রোববার (৮ জুলাই) সরকারি আবাসে এক সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি জানান, সোমবার (৯ জুলাই) মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শহরে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে তিনিসহ এই অঞ্চলের আট রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকবেন। বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করবেন বলে জানান।
তিনি আরও জানান এ বিষয়টি নিয়ে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ সঙ্গে আলোচনা করেছেন। তার আশা বন্ধু রাষ্ট্র বাংলাদেশ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এসসিএন/এএটি