রোববার (৮ জুলাই) আগরতলায় সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন নেতারা।
সিপিআই (এম)-এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ্যুরি সংবাদ সম্মেলনে বলেন, বিজেপি সরকার বিরোধীদের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে।
তিনি জানান, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সন্ত্রাসের পরিবেশের বিষয় সর্ব ভারতীয় স্তরে নিয়ে যাবে সিপিআই (এম) দল। এই লক্ষ্যে আগামী ২৪ জুলাই সংসদ চলাকালীন রাজধানী দিল্লি'র পার্লামেন্টের সামনে সিপিআই (এম) দল বিক্ষোভ কর্মসূচি পালন করবে। পাশাপাশি এই ইস্যুতে প্রতিটি রাজ্যেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
ইয়েচ্যুরি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ের জরুরি অবস্থার কথা বলছে। কিন্তু বর্তমানে দেশে গণতন্ত্র খুন হচ্ছে। বিজেপি এবং আরএসএস প্রাইভেট আর্মি দিয়ে দমন পীড়ন চালাচ্ছে।
তিনি আরও বলেন, ভারতের বর্তমান বিজেপি সরকার কৃষকদের জন্য কিছু করছে না। তাই কৃষাণরাও আন্দোলন কর্মসূচি পালন করবে।
সিপিআই (এম) দল কি কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপিকে হারাতে চায় না কংগ্রেস থেকে দূরে থাকতে চায়?
সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সীতারাম বলেন, এখন মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে ক্ষমতা থেকে হারানো। এর জন্য অঞ্চল ভেদে নীতিগত কিছু তারতম্য থাকবে। এ জন্য সিপিআই (এম) দল স্লোগান ঠিক করেছে ‘মোদি হঠাও দেশ বাঁচাও’ এবং ‘তৃমমূল কংগ্রেস হঠাও পশ্চিমবঙ্গ বাঁচাও’।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘন্টা, জুলাই ০৯, ২০১৮
এসসিএন/টিআর/জিপি