মঙ্গলবার (১০ জুলাই) নিজ দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ত্রিপুরার কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়।
কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় জানান, এ বছর থেকে রাজ্যের অন্যতম ফল কুইন আনারস দুবাইতে রফতানি শুরু করেছে কৃষি দফতর।
আনারস রফতানিতে এ সাফল্যের পর রাজ্য সরকারের কৃষি দফতর এবার কাঠাল, কাঁকরোল ও লেবু রফতানির দিকে নজর দিয়েছে। রাজ্যে এ ফসলগুলো উৎপাদন বেড়েছে।
মন্ত্রী জানান, রাজ্যে উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে লেবু। কৃষকরা লেবু বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন। তাই লেবু, কাঁঠাল ও কাঁকরোল রফতানির ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
তিনি আরও জানান, যে সব ফল সরাসরি রফতানি সম্ভব হবে না, সেগুলোকে প্রক্রিয়াজাত করে রফতানির পরিকল্পনা করছে সরকার। এর জন্য বন্ধ হয়ে থাকা রাজ্য সরকারের ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র নেরামিককে (ফল প্রক্রিয়া কেন্দ্র) আবার চালুর কথা ভাবছে সরকার।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এসসিএন/ওএইচ/