মঙ্গলবার (১৬ জুলাই) আগরতলা টাউন হলে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মনোজ কান্তি দেব, শিক্ষা দফতররে সচিব সমরজীৎ ভৌমিক, অধিকর্তা উদয়ন সিনহা, অসম রাজ্যের এনএসএসর উত্তর-পূর্বাঞ্চলের প্রোগ্রাম অফিসার দীপক কুমার প্রমুখ।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে যুব সমাজের কথা চিন্তা করে। কারণ যুব সমাজের মধ্যে সব কিছু নিয়ে কৌতুহল বেশি থাকে, এ কৌতুহল থেকে তারা অনেকই নেশায় আসক্ত হয়ে পড়ে। রাজ্যে সড়ক দুর্ঘটনাসহ নারী নির্যাতনের ক্ষেত্রে নেশাই দায়ী।
এদিন জাতীয় সেবা প্রকল্পে সারা বছর যেসব স্বেচ্ছাসেবক, প্রোগ্রাম অফিসার কাজ করেছেন তাদের সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এসসিএন/আরআইএস/