মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে সিপিএম (ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী), সিপিআই (ভারতের কমিউনিস্ট পার্টি), ফরওয়ার্ড ব্লক, আরএসপি (রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি) ও সিপিআই (এম-এল) লিবারেশনের নেতা-কর্মীরা অংশ নেন।
এসময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশটির বামপন্থী এবং রাষ্ট্রীয় জনতা দলের (আর জে ডি) সংসদ সদস্যরা।
বিক্ষোভ কর্মসূচিতে ত্রিপুরা রাজ্যের তিন বামপন্থী সংসদ সদস্য জীতেন চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত ও ঝর্ণা দাশ বৈদ্য উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুলাই (শুক্রবার) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই (এম-এল) লিবারেশন এ কর্মসূচি ডাক দেয়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এসসিএন/ওএইচ/