ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারতের জাতীয় সংসদের সামনে বামদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
ভারতের জাতীয় সংসদের সামনে বামদের বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচিতে বাম দলগুলোর নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

আগরতলা: পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার প্রতিবাদ ভারতের জাতীয় সংসদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বামপন্থী দলগুলো।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে সিপিএম (ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী), সিপিআই (ভারতের কমিউনিস্ট পার্টি), ফরওয়ার্ড ব্লক, আরএসপি (রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি) ও সিপিআই (এম-এল) লিবারেশনের নেতা-কর্মীরা অংশ নেন।

এসময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশটির বামপন্থী এবং রাষ্ট্রীয় জনতা দলের (আর জে ডি) সংসদ সদস্যরা।

এ সময় কর্মসূচিকে সমর্থন জানিয়ে বামপন্থী নেতাকর্মীদের ওপর হামলা বন্ধের দাবিতে স্লোগান দেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে ত্রিপুরা রাজ্যের তিন বামপন্থী সংসদ সদস্য জীতেন চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত ও ঝর্ণা দাশ বৈদ্য উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জুলাই (শুক্রবার) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই (এম-এল) লিবারেশন এ কর্মসূচি ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।