এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি'র সম্পাদিকা প্রতিমা ভৌমিক।
মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, ভারতের ব্যাঙ্গালুরু শহরের পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারের জরিপে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি মোট ৩০টি বিষয়ে ১০০টি সূচকের বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে।
এই জরিপে প্রথম স্থানে রয়েছে হিমাচলপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরাখণ্ড, তৃতীয় স্থানে রয়েছে গোয়া, চতুর্থ স্থানে রয়েছে জম্মু ও কাশ্মীর এবং পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা।
এই সাফল্যের জন্য প্রতিমা ভৌমিক ত্রিপুরা রাজ্যবাসী, সরকার, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন-দলের প্রদেশ কমিটির আরেক সম্পাদক তাপস মজুমদার, ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত, দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্য সন্তুষ সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৮
এসসিএন/আরআর