রোববার (২২ জুলাই) রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল মেন্টাল ম্যাথমেটিক্স প্রতিযোগিতা। এতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয় অনুরাগ।
প্রতিযোগিতায় জয়ী হয়ে বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে প্লেনে রাজ্যের রাজধানী আগরতলায় ফিরে আসে অনুরাগ। এরপর বিমানবন্দর থেকে তাকে ডেকে নেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। পরে তাকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যের ছেলেমেয়েদের সাফল্যে আমি খুবই আনন্দিত। রাজ্যের আনাচে-কানাচে যেসব প্রতিভাবান রয়েছে। তাদের খোঁজে বের করা হোক। রাজ্যে মুখ্যমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরাও তাদের সাফল্যে খুশি হয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
অনুরাগ ছাড়াও ত্রিপুরা থেকে আরও পাঁচজন বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তারা সবাই রানার্স আপ হয়েছে। এরা হলো ধলাই জেলার সালেমা এলাকার সম্ভু রাজ দেব, ঊন্নিষা দেব, আগরতলার দ্বিজা দাস, হৃরদিক মীনা ও প্রাঞ্জল মীনা।
অনুরাগ জানায়, এই প্রতিযোগিতায় খাতা কলম ছাড়া মুখে মুখে অংক কষতে হয়। অংক কষতে তার খুব ভালো লাগে। পড়াশুনা ছাড়া টেলিভিশনে কার্টুন দেখতে সে পছন্দ করে। বড় হয়ে সে অংক নিয়ে পড়াশুনা করতে চায়। অনুরাগের মা স্বপ্না দাস বর্মণ পেশায় একজন শিক্ষিকা এবং তার বাবা রাজ্যের শিক্ষা দফতরের কারিগরি বিভাগের কর্মচারী।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এসসিএন/এএটি