শনিবার (২৮ জুলাই) আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠান শেষে বাংলানিউজকে এ কথা জানান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব।
তিনি আরও জানান, ইতোমধ্যে দলের ঊনকোটি জেলা কমিটিকে মূর্তি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
বিপ্লব কুমার দেব আরও জানান, মূর্তি ভাঙার ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মূর্তি ভাঙার মতো ঘৃণ্য কাজ করতে পারেনা বিজেপি। এটি রাজ্য সরকারের বদনাম রটানোর ষড়যন্ত্র।
উল্লেখ্য, গত বুধবার (২৪ জুলাই) গভীর রাতে কে বা কারা ত্রিপুরা রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী তথা ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বামপন্থি আন্দোলনের অন্যতম নেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তিটি ভেঙে ফেলে। বৈদ্যনাথ মজুমদারের নিজ এলাকা ঊনকোটি জেলার কৈলাসহর এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসসিএন/এনএইচটি