ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলা সীমান্তে সাড়ে ৩ হাজার কেজি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
আগরতলা সীমান্তে সাড়ে ৩ হাজার কেজি গাঁজা জব্দ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে সিপাহীজলার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কমলনগরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ হয়েছে। 

বুধবার (১ আগষ্ট) রাত থেকে বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেলে পর্যন্ত এ অভিযান চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও ত্রিপুরা পুলিশ।

অভিযানের নেতৃত্ব দেন বিএসএফ’র গোয়েন্দা শাখার অলোক ভট্টাচার্য্য এবং সিপাহীজলা জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের দিলোয়ার হোসেন ও আলি হোসেন বাড়িতে অভিযান চালিয়ে ড্রাম থেকে তিন হাজার ৩৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ রুপি। এ সময় দিলোয়ার ও আলিকেও আটক করা হয়।  

জব্দকৃত গাঁজার ড্রামগুলি বিএসএফ তাদের হেফাজতে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।