ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিপ্লব দেবের সঙ্গে বিএসএফ ডিজির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
বিপ্লব দেবের সঙ্গে বিএসএফ ডিজির সাক্ষাৎ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন বিএসএফের ডিজি কে কে শর্মা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহানির্দেশক (ডিজি) কে কে শর্মা।

রোববার (৫ আগস্ট) বিকেলে মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় কে কে শর্মা মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

সে সঙ্গে কিছু বই ও একটি গাছের চারা তার হাতে তুলে দেন।

এরপর দু’জনে একান্তে কিছুক্ষণ কথা বলেন। এরপর ডিজি বাস ভবন থেকে বেরিয়ে যান।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিনই প্রথম ডিজি কে কে শর্মা দিল্লী থেকে এসে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।