ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এনআরসি চালু হচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
ত্রিপুরায় এনআরসি চালু হচ্ছে না

আগরতলা: ত্রিপুরায় ন্যাশনাল রেজিস্ট্রি অব সিটিজেন্স (এনআরসি) চালু হচ্ছে না বলে জানিয়েছে রাজ্য সরকার।

সোমবার (০৬ আগস্ট) দুপুরে মহাকরণে সংবাদ সম্মেল করে এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) সঞ্জয় মিশ্র।

সঞ্জয় মিশ্র বলেন, সম্প্রতি বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী ভারতের আসামে এনআরসির দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশ করেছে রাজ্যটির সরকার।

দেখা যায় ওই খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ বাসিন্দার নাম। এর জের ধরে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত। এ পরিস্থিতিতে কিছু রাজনৈতিক দল ত্রিপুরা রাজ্যেও এনআরসি চালুর দাবি জানায়।

দলগুলোর দাবির মুখে এনআরসি ইস্যুতে ত্রিপুরা রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, ত্রিপুরা রাজ্যে নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। তাই ত্রিপুরায় এনআরসি চালু করা হবে না।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।