ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

খোয়াইয়ে গাঁজা বাগান ধ্বংস করলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
খোয়াইয়ে গাঁজা বাগান ধ্বংস করলো পুলিশ গাঁজা বাগান ধ্বংস। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে গাঁজাবিরোধী অভিযান জারি রয়েছে। আর এ অভিযানে ব্যাপক সাফল্য পুলিশের হাতে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ আগস্ট) খোয়াই জেলার রথটিলা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জঙ্গলের ভেতর বেশ কয়েক হেক্টর গাঁজা বাগান ধ্বংস করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেলা পুলিশ কর্মকর্তা কে চক্রবর্তী বাংলানিউজকে জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান জারি রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।