রোববার (১২ আগষ্ট) ছুটির দিনে আগরতলার উত্তরগেট এলাকার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল অফিসে এই সংঘর্ষের ঘটে।
জানা যায়, নিজেদের দাবিদাবা ও অধিকার নিয়ে বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) এবং বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া বিএসএনএল কর্মী ইউনিয়নের সদস্যদের মধ্যে প্র বাধে।
এদিন বিএসএনএল'র ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার'র সঙ্গে বিএনএল কর্মী ইউনিয়ন'র নেতার বৈঠকে বসলে বিএম এস'র সদস্যা দাবি আদায়ের জন্য বিক্ষোভ দেখাতে থাকেন। এ সময় অল ইন্ডিয়া বিএসএনএল কর্মী ইউনিয়ন'র একাংশ কর্মী তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ।
অপরদিকে বিএনএল কর্মী ইউনিয়ন'র সদস্যদের অভিযোগ বিএমএস সদস্যরা প্রথমে চড়াও হন। এ ঘটনার জেরে উত্তর গেট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশ কিছু বলতে নারাজ।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এসসিএন/এএটি