মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ত্রিপুরার রাজধানী আগরতলার বোজংনগর শিল্পাঞ্চলে চিকিৎসা সামগ্রী তৈরির কারখানার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
যীষ্ঞু দেববর্মা বলেন, রাজ্যের শিল্পনীতিতে পরিবর্তন আনায় শিল্প উদ্যোক্তাদের শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানায়, আগামী এক মাসের মধ্যে কারখানার নির্মাণ কাজ শুরু হবে এবং যত দ্রুত সম্ভব কারখানা থেকে চিকিৎসা সামগ্রী তৈরির জন্য চেষ্টা চালানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, সমাজসেবী জওহর সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসসিএন/আরআইএস/