বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাজ্যের কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বীরজিৎ বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে।
সংবাদ সম্মেলনে ভারত বাঁচাও আন্দোলন কর্মসূচি আয়োজন সম্পর্কে তিনি বলেন, আগামী ২৭ আগস্ট ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস ভারত বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করবে। এ আন্দোলন কর্মসূচিতে যোগ দেবেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কেশব চন্দ্র যাদবসহ আরও কয়েকজন সর্বভারতীয় যুব নেতা।
বীরজিৎ বলেন, এদিন কংগ্রেস ভবনের সামনে জনসভার পর যুব কংগ্রেসের কর্মীরা ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের অফিসের সামনে অহিংস আইন অমান্য আন্দোলন করবেন। যুব কংগ্রেসের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে সরকার দায়ী থাকবে।
সংবাদ সম্মেলনে সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসসিএন/এএইচ/আরবি/