ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অটল বিহারীর মৃত্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
অটল বিহারীর মৃত্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শোক

আগরতলা: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় আগরতলার মার্ক্স-এঙ্গেলস সরণীর সরকারি বাসভবনে মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

বিপ্লব কুমার দেব বলেন, অটলজী তার সম্পূর্ণ জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন।

আমি অনেক কাছ থেকে তাকে দেখেছি। তিনি মহান ব্যক্তিত্ব ছিলেন। আমরা আজ এক মহান ব্যক্তিত্বকে হারালাম। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, তা পূরণ করা সম্ভম নয়। তবে তিনি চিরদিন ভারতবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।  

এসময় ঈশ্বরের কাছে তার আত্মার প্রার্থনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিপ্লব কুমার দেব।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।