মাটির নিচ থেকে জব্ধ করা গাঁজার ট্রামগুলো, ছবি: বাংলানিউজ
সোনামুড়া (ত্রিপুরা): ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৩ হাজার ২শ’ কেজি (প্রায় ১ কোটি ৯০ লাখ রুপি) গাঁজা জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১৭ আগস্ট) জেলার সোনামুড়া আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়।
দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) কুলবন্ত সিং সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দনগর এলাকায় অভিযান চালায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস কে ডার্লংয়ের নেতৃত্বে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর একটি দল।
অভিযানে মাটির নিচে রাখা ৭৮টি ড্রাম থেকে মোট ৩ হাজার ২শ’ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যা বাজার মূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ রুপি হবে। পরে গাঁজাগুলো সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গত ৪ মাসে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ২৫ হাজার কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এসসিএন/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।