ত্রিপুরার প্রতিটি বুথে এ কর্মসূচি পালন ও বাজপেয়ীর চিতা ভস্ম’র কলস রাজ্যে নিয়ে আসা হবে।
রোববার (১৯ আগস্ট) আগরতলায় ধলেশ্বর বিধানসভা কেন্দ্রের রামঠাকুর স্কুলে বিজেপি’র কর্মীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি জানান, দু’দিনের মধ্যে রাজ্যে আসছে ভস্ম কলস। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে চিতা ভস্ম’র কলস রাখা হবে, এখানে এসে কর্মী-সমর্থকরা শ্রদ্ধা জানাবেন। পরে গোমতী, হাওড়াসহ অন্যান্য বড় নদীতে তারা শ্রদ্ধার সঙ্গে সেটি বিসর্জন দেবেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এসসিএন/এএটি