ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
ত্রিপুরায় গণতান্ত্রিক পরিবেশ নেই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর

আগরতলা: ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক কাজ কর্ম চালানোর কোনো পরিবেশ নেই অভিযোগ করে সিপিআই(এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর বলেছেন, রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং ট্রেড ইউনিয়নের ৩ শতাধিক অফিস ভেঙে দেওয়া হয়েছে। 

ত্রিপুরা রাজ্যের কৈলাসহর ও গন্ডাছড়া এলাকায় দু’জন নেতার ওপর হামলার প্রতিবাদে রোববার (১৯ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এক সংসাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।

বিজন ধর বলেন, রাজ্যের ২৩টি মহকুমার মধ্যে বেশিরভাগ মহকুমায় সিপিআই(এম) দলের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে দলের কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। দুইদিনে দুজন নেতার ওপর হামলা চালিয়েছে, গুলি করছে বিজেপি’র কর্মীরা।  

এমনকি পুলিশ প্রশাসনও তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।  

এই পরিস্থিতিতে সব দল এমনকি বিজেপি'র সাধারণ কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিজন ধর বলেন, এখনই সময় সতর্ক হয়ে বিজেপিকে প্রতিহত করতে হবে। না হলে আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থা দেখা দিতে পারে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।