ত্রিপুরা রাজ্যের কৈলাসহর ও গন্ডাছড়া এলাকায় দু’জন নেতার ওপর হামলার প্রতিবাদে রোববার (১৯ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এক সংসাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
বিজন ধর বলেন, রাজ্যের ২৩টি মহকুমার মধ্যে বেশিরভাগ মহকুমায় সিপিআই(এম) দলের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।
এমনকি পুলিশ প্রশাসনও তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এই পরিস্থিতিতে সব দল এমনকি বিজেপি'র সাধারণ কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিজন ধর বলেন, এখনই সময় সতর্ক হয়ে বিজেপিকে প্রতিহত করতে হবে। না হলে আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থা দেখা দিতে পারে।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসসিএন/জিপি