মঙ্গলবার (২১ আগস্ট) সকালে প্রতিমা ভৌমিক দিল্লি থেকে ফোনে বাংলানিউজকে এ কথা জানান।
তিনি জানান, বৃহস্পতিবার বিমানবন্দর থেকে শোভাযাত্রা করে কলস নিয়ে আসা হবে দলের কার্যালয়ে।
পরদিন শুক্রবার (২৪ আগস্ট) দলের কর্মীরা এ চিতাভষ্মসহ দু’টি শোভাযাত্রা নিয়ে বের হবেন। একটি শোভাযাত্রা যাবে গোমতী জেলার উদয়পুরে। সেখানে গোমতী নদীর পানিতে বিসর্জন দেওয়া হবে। অপর শোভাযাত্রাটি যাবে ধলাই জেলায়। সেখানে মনু নদীর পানিতে চিতাভষ্ম বিসর্জন দেওয়া হবে। এ কর্মসূচিতে দলের নেতাকর্মী ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এসসিএন/আরবি/