মঙ্গলবার (২১ আগস্ট) থেকে তারা কেরালার বন্যা পীড়িত মানুষের সহায়তার জন্য রাজ্যের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করছেন।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে তাদের এ ত্রাণ সংগ্রহ অভিযান।
এদিন রাজধানী আগরতলার সিটি সেন্টারসহ আশপাশ এলাকার দোকান এবং বাড়ি-ঘর থেকে চাঁদা সংগ্রহ করছেন। ত্রিপুরা সরকার কেরালার বন্যার ত্রাণ হিসেবে এক কোটি রুপি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তারও প্রশংসা করেন পবিত্র কর। এ সিদ্ধান্তের জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।
এদিন চাঁদা সংগ্রহ অভিযানে পবিত্র কর ছাড়াও উপস্থিত রয়েছেন বিরোধী দল নেতা মানিক সরকারসহ অন্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এসসিএন/আরবি/