ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ছবি: বাংলানিউজ
আগরতলা: সারা বিশ্বরে সঙ্গে ত্রিপুরা রাজ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বুধবার (২২ আগস্ট) সকালে রাজধানী আগরতলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ছোট বড় নানা বয়সী ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন।
এদিন আগরতলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় চিত্তরঞ্জন এলাকার গেদু মিঞার মসজিদ প্রাঙ্গণের ঈদগাহে। এখানে এক সঙ্গে প্রায় এক হাজারের বেশি মানুষ এক সঙ্গে নামাজ আদায় করেন ও দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করে।
নামজ শেষে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে গেদু মিঞার মসজিদ প্রাঙ্গণে ছোট মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এসসিএন/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।