ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মানিকের বিরুদ্ধে কটূক্তি করায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
মানিকের বিরুদ্ধে কটূক্তি করায় মামলা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমানে বিরোধী দল নেতা মানিক সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

টিম অনুপম পাল নামে একটি ফেসবুক পেজ থেকে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে।

পোস্টে কুরুচিকর মন্তব্যগুলো মানিক সরকার ও সিপিআই (এম) দলের বিরুদ্ধে কুৎসা রটানো এবং চরিত্র হননের উদ্দেশে করা হয়েছে বলে দলের অভিযোগ।

পোস্ট সম্পর্কে দল অবগত হতেই মানিক সরকারের পক্ষে আইনজীবী কৌশিক রায় দেববর্মা পশ্চিম আগরতলা থানায় তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ জানিয়েছেন।

সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

সিপিআই (এম) দলের পক্ষ থেকে রাখাল দাস সোমবার (২৭ আগস্ট) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।