সম্প্রতি ত্রিপুরায় পঞ্চায়েতের খালি আসনের উপ-নির্বাচন ঘোষণা হওয়ার পর রাজ্যের সাবেক পঞ্চায়েতমন্ত্রী মানিক দে অভিযোগ করেছিলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করার মতো পরিবেশ নেই। শাসক দল বিজেপি এবং আইপিএফটি সদস্যরা বিরোধী দলের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।
এ বিষয়ে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিধানসভা চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মানিক দের অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, বহু পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা পদত্যাগ করেছেন আবার অনেকে বিজেপি এবং আইপিএফটি দলে যোগ দিয়েছেন। ফলে আসন খালি পড়ে আছে। এ আসনগুলো খালি থাকলে রাজ্যের উন্নয়ন কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। তাই এ আসনগুলোতে যথা সময়ে উপ-নির্বাচন করা হচ্ছে।
এ বিষয়ে ত্রিপুরা রাজ্যের বর্তমান পঞ্চায়েত দফতরের মন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি পাল্টা প্রশ্ন করেন। উপ-নির্বাচন কে ঘোষণা দিয়েছে? নির্বাচন দফতর, এটি একটি স্বয়ং শাসিত সংস্থা। বর্তমান রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করে না। যা আগে বামফ্রন্ট করতো। তাই এখন তারা চেচামেচি করছে।
তিনি বলেন, বিরোধী দলের নেতা সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধানসভা অধিবেশন চলাকালীন বার বার বলেছিলেন, দ্রুত পঞ্চায়েতের খালি আসনগুলোতে উপ-নির্বাচন হোক। এখন তারাই আবার উল্টো কথা বলছেন। আসলে তারা কখন কি ভাবেন, নিজেরাই জানেন না।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসসিএন/আরবি/