অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
আরও উপস্থিত ছিলেন- উপ মুখ্যমন্ত্রী বিষ্ণু দেববর্মা, শিক্ষা দফতর মন্ত্রী রতন লাল নাথ, রাজস্ব এবং মৎস দফতরের মন্ত্রী এন সি দেববর্মা, রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন প্রমুখ।
অনুষ্ঠানে কাজের বিশেষত্বের জন্য নির্বাচিত শিক্ষক-শিক্ষার্থীদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সম্মাননা, মহারাণী তুলসীবতি সম্মাননা এবং জানকী দেবী সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, শিক্ষক জাতির মেরুদণ্ড, তারা চাইলে সমাজকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই শিক্ষকদেরকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তবেই সুশিক্ষিত ও উন্নত সমাজ গঠন করা সম্ভব।
রাজ্যের অন্যান্য জায়গাতেও এদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসসিএন/এসআরএস