রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন এ তথ্য জানান ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ।
পাশাপাশি তিনি এদিন বিজেপি-আইপিএফটি জোট সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে স্বাস্থ্য দফতরের সাফল্য তুলে ধরেন।
তিনি জানান, অন্তর্বিভাগে চিকিৎসাধীন সব রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা শুরু হয়েছে। জেনেরিক ওষুধ প্রেসক্রিপশন করা হচ্ছে। আগরতলার নরসিংগড়স্থিত আধুনিক মানসিক হাসপাতালে একটি নেশামুক্তি কেন্দ্র স্থাপন করা হবে।
মন্ত্রী জানান, রাজধানীর আরও একটি রেফারেল হাসপাতালের আইজিএমে ইকো কার্ডিওগ্রাফ মেশিন স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যে সিটি স্ক্যান মেশিন স্থাপন করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে দফতরের অন্তর্গত চারটি ডিরেক্টরেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসসিএন/আরবি/