ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজেপি-আইপিএফটি কেন্দ্রীয় নেতাদের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
বিজেপি-আইপিএফটি কেন্দ্রীয় নেতাদের বৈঠক

আগরতলা (ত্রিপুরা): ভ্রান্তি দূর করতে ত্রিপুরার আগরতলায় বিজেপির ও আইপিএফটি'র নেতাদের বৈঠক হয়েছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) পৃথক এলাকায় এবং সময়ে এ বৈঠক দু’টি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক রাম মাধব, সংগঠনমন্ত্রী অজয় জাম্বেল, সর্বভারতীয় সম্পাদক তথা দলের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সুনীল দেওধর সাংবাদিকদের বলেন, দলকে কিভাবে আরও মজবুত করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামী  লোকসভা নির্বাচনে দলের রাজনীতি কি হবে তা স্থির করার বিষয় নিয়ে আলোচনাও করা হয়েছে।

এ বৈঠকের মাধ্যমে দু’দলের মধ্যে ছোট ছোট যেসব ভ্রান্তি রয়েছে তা দূর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।