বাংলাদেশের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনেও এই মেলার আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে শনিবার (৬ অক্টোবর) আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে উন্নয়ন মেলা।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর কুঞ্জবন এলাকার বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে এক সংবাদ সম্মেলন করে এই মেলার কথা জানান সহকারী হাই কমিশনার মো. সেখাওয়াত হোসেন।
তিনি জানান, শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা তুলে ধরা হবে এই মেলায়। বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি ভিডিও প্রদর্শন করা হবে। থাকবে উন্নয়ন সম্বলিত পোস্টারও। এরপর সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে বাউল গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারত এবং বাংলাদেশের শিল্পীরা বাউল সংগীত পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে মোহম্মদ সেখাওয়াত হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
এসসিএন/এএটি