শিউলি ফুল ফুটলেও বর্তমান সময়ে আবহাওয়া অধিদফতরের তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাস সম্পূর্ণ উল্টে দিচ্ছে। এর কারণ প্রকৃতির খেয়ালিপনা।
এর মধ্যে হঠাৎ বৃহস্পতিবার (০৪ অক্টোবর) থেকে রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি অনুপাতে বৃষ্টি হচ্ছে। এ কারণে সমস্যায় পড়তে হচ্ছে দুর্গা প্রতিমা শিল্পীদের। কারণ আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গোৎসব। তাই এখন মূর্তিপাড়াগুলোতে চলছে প্রতিমার ফিনিশিংয়ের কাজ।
এ কাজের জন্য প্রতিমার গায়ের মাটি শুকনো হতে হয়। কিন্তু বৃষ্টির কারণে মাটির পানি শুকাচ্ছে না, যার কারণে ফিনিশিংয়ের কাজে দেরি হচ্ছে বলে জানান নন্দননগর এলাকার প্রতিমা শিল্পী পলাশ রুদ্রপাল। এ সময় তারা প্রতিমাগুলোকে বাইরে রেখে রৌদ্রে শুকাতে দেন। কিন্তু এখন বৃষ্টির কারণে প্রতিমাগুলো পলিথিন দিয়ে মুড়ে রাখতে হচ্ছে। যার কারণে কাজের গতি কমে গেছে। তাই সময় মতো প্রতিমা পূজা কমিটির হাতে তুলে দিতে পারবেন কিনা তা নিয়েও আশঙ্কায় রয়েছেন। এদিকে, আবহাওয়া অধিদফতরের পূর্বভাসে বলা হচ্ছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি হতে পারে। এ খবর শিল্পীদের কপালের চিন্তার ভাজ আরো বাড়িয়ে দিয়েছে।
একই অবস্থা বিভিন্ন পূজা মণ্ডপেও। বৃষ্টির কারণে কাজের গতি অনেকটাই কমে গেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এসসিএন/আরবি/