তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে ভারত সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ মিশন।
এই মিশন এবং ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকার বাজারে গিয়ে দুই মিশনের প্রতিনিধিদল তামাক সেবনের ক্ষতিকারক দিক গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন।
এই নীতি মালার মধ্যে রয়েছে ১৮ বছরের কম বয়সী মানুষের মধ্যে তামাকদ্রব্য বিক্রি করা যাবে না। যেসব দোকানে তামাকদ্রব্য বিক্রি করা হয় তাতে তামাক সেবনের ক্ষতিকার দিকগুলো উল্লেখ করা বোর্ড লাগাতে হবে।
শনিবার (৬ অক্টোবর) আগরতলার দুর্গা চৌমুহনী বাজারে গিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের সচেতন করে একটি প্রতিনিধি দল। তখন সংবাদ মাধ্যমের কাছে এই বিষয় গুলি তুলে ধরেন ডা. সুপ্রিয় মল্লিক।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
এসসিএন/এএটি