তিনি কর্মজীবনে রাজ্যের নানা স্কুলে কাজ করেছেন। কয়েক বছর আগে আগরতলার বাধারঘাট স্কুল থেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন।
শনিবার (৬ অক্টোবর) দুপুরে শিক্ষা দফতরের মন্ত্রী রতন লাল নাথ’র হাতে বাধারঘাট স্কুলের উন্নয়নের জন্য নিজ সঞ্চয় থেকে ৫০ হাজার রুপি’র চেক তুলে দেন। এই সময় বাধারঘাট স্কুলের প্রধান শিক্ষিকাসহ আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, প্রদীপ কুমার বর্মণ’র মতো সমাজের সব শিক্ষক যদি শিক্ষার ছন্য এগিয়ে আসতো তবে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটতো। তবে তিনি আশা ব্যাক্ত করে বলেন, মানুষের চিন্তাধারার পরিবর্তন হচ্ছে তাই প্রদীপ কুমার বর্মণ’র মতো লোক এগিয়ে আসছেন। তাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হচ্ছেন।
শিক্ষক প্রদীপ কুমার বর্মণ বলেন, ছাত্রছাত্রী ও শিক্ষার জন্য তিনি তার জীবনের সব কিছু উৎসর্গ করেছেন। তার সহায়তায় যদি শিক্ষার নূন্যতম উন্নতি হয় তবে তার চেষ্টা স্বার্থক। তিনি এর আগেও ঈষান চন্দ্রপুর স্কুলে চাকরি করেছেন। সেই স্কুলেও ক’দিন আগে ৫০ হাজার রুপি দিয়েছেন। তাছাড়াও বিভিন্ন সময় শিক্ষা সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীদের সাধ্যমত সহায়তা করে আসছেন বলেও জানান।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
এসসিএন/এএটি