এই ঘূর্ণিঝড় দুর্বল হওয়ার কারণে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে ত্রিপুরাসহ আশ-পাশের এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী শনিবার (১৩ অক্টোবর) পর্যন্ত এভাবে বৃষ্টি অব্যাহত হবে। তবে নিম্নচাপের জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে এসেছে। দু’দিন আগে যেখানে আগরতলার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার তা নেমে দাঁড়িয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্র ২৮ডিগ্রি ও ২২ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে শারদ উৎসবের আগে বৃষ্টির জেরে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হলেও তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ সময় ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসসিএন/এপি/এএটি