বুধবার (১০ অক্টোবর) বিকেলে তিনি আগরতলায় পৌঁছান। এ দিনই রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব'র সঙ্গে স্বাক্ষাত করেন।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) তিনি সিপাহীজলা জেলার মেলাঘরে গিয়ে নীরমহল প্রাসাদ দেখেন। সেখান থেকে ফিরে উজ্জ্বয়ন্ত প্রাসাদের ত্রিপুরা রাজ্যের মিউজিয়াম এবং আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখেন। পরে সন্ধ্যায় দিল্লি ফিরে যান।
তিনি জানান, ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের একটি সুন্দর রাজ্য। অনেক কিছু ঘুরে দেখেছেন। তার খুব ভালো লেখেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসসিএন/এএইচ