শনিবার (১৩ অক্টোবর) ত্রিপুরা পুলিশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজি) একে শুক্লা।
সংবাদ সম্মেলনে ডিজি বলেন, গতবারের তুলনায় রাজ্যে এবারও পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মণ্ডপে ও তার আশপাশে রীতিমতো ভিড় হয় এমন স্থানে সিসি ক্যামেরা লাগানো হবে বলেও জানান ডিজি।
ডিজি আরো জানান, এবার ত্রিপুরায় নিরাপত্তার দায়িত্বে মোট ৯৮৭৫জন নিরাপত্তাকর্মী কাজ করবেন। রেলস্টেশনেও নিরাপত্তা বাড়ানো হবে। কারণ ট্রেনে করে বহুলোক পূজা দেখতে আগরতলা আসেন। পুলিশের পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় পুলিশের সিআরপিএফ এবং আসাম রাইফেলস বাহিনীর সহায়তাও নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসসিএন/এএটি