ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা জুড়ে চলছে প্রতিমা বিসর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
ত্রিপুরা জুড়ে চলছে প্রতিমা বিসর্জন ত্রিপুরা রাজ্য জুড়ে চলছে প্রতিমা বিসর্জন। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্য জুড়ে চলছে প্রতিমা বিসর্জন। শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা দশমী ঘাটের হাওড়া নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। 

এদিন রাজ্যের পূজা মণ্ডপ গুলোতে সনাতন ধর্মাবলম্বী নারীরা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে তুলেন। নারীদের পাশাপাশি ঢাকের তালে ‘দুর্গা মা-ই কি, জয়’ স্লোগান দিতে দেখা যায় পুরুষদের।



প্রতিমা বিসর্জন ঘাটে আগরতলা পুরনিগম ও পশ্চিম জেলা প্রশাসনের তরফে থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।  প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক।

পশ্চিম জেলার সহকারী জেলা শাসক ডা. শৈলেস কুমার যাদব বাংলানিউজকে বলেন, নিরাপত্তার জন্য প্রশাসনের তরফ থেকে দশমী ঘাটে দুটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি লাগানো হয়েছে। খাওয়ার পানি, প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী শৌচালয় স্থাপন করা হয়েছে বলেও জানান যাদব।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।