শুক্রবার (২৬ অক্টোবর) ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস।
কংগ্রেস অভিযোগ করে আরও জানান, ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধ বিমান কেনার নামে ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।
ত্রিপুরা কংগ্রেসও এদিন আগরতলার গোর্খাবস্তি এলাকার সিবিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ত্রিপুরা কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস দলের অবজারভার ভূপেন বরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজীৎ সিনহা, কার্যকরি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, সাবেক এমএলএ গোপাল রায়, তাপস দে প্রমুখ।
এদিন বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতারা ভারতের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। নরেন্দ্র মোদিকে দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্থ লোক এবং চোর বলে অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসসিএন/এপি/এএটি