সোমবার (৫ নভেম্বর) সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ‘জনস্বাস্থ্যে আয়ুর্বেদ’।
এদিন সকালে আগরতলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় স্বাস্থ্য দফতরের বিভিন্ন স্তরের কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। তাদের হাতে ছিল আয়ুর্বেদের সুফল সম্পর্কিত বিভিন্ন প্লেকার্ড।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা রাজ্যে মিশনের পরিচালক ডা. এস কে যাদব, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য-পরিবার কল্যাণ দফতরের পরিচালক জে কে দেববর্মা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসসিএন/এপি/এএটি