ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শপথ নিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সঞ্জয় কারোল।

বুধবার (১৪ নভেম্বর) সকালে আগরতলার পুরাতন রাজ ভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ড. কাপ্তান সিং সোলাঙ্কি।

এসময় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়াসহ অন্যান্য এমএলএ এবং সরকারি কর্মকর্তারা।

ত্রিপুরা হাইকোর্ট গঠিত হওয়ার পর চতুর্থ বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।