রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবনের এক নং হলে আয়োজিত এই উৎসব দেখতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। হলের আসন পূর্ণ হয়ে গেলে দর্শকরা হলের মেঝেতে বসে বাউল গান উপভোগ করেন।
উৎসবে লালন শাহ, রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম, হাসন রাজা, আব্বাস উদ্দিন আহমেদ, উকিল মুন্সি'র গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পীরা।
এছাড়া বাংলাদেশের কুষ্টিয়ার লালন একাডেমির শিরিন সুলতানা, আশিক, নুরে ইয়াসমিন জলিসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।
বিশেষ করে বাইন যেভাবে দর্শকের মধ্যে গিয়ে ঢোল বাজিয়েছেন তা সকলকে মাতিয়ে দিয়েছে এবং পরিবেশিত গান দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০১২৭ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসসিএন/এমএইচএম