সংবাদ সম্মেলনে ভারত সরকারের পর্যটন মন্ত্রকের সচিব রেশমী ভার্মা। ছবি: বাংলানিউজ
আগরতলা: ত্রিপুরাসহ ভারতে পর্যটক বাড়ানোর লক্ষ্যে ভারত সরকারের বিভিন্ন সংস্থা কাজ করেছে।
শুক্রবার (২৩ নভেম্বর) ত্রিপুরায় সপ্তম আন্তর্জাতিক ট্যুরিস্ট মার্টের দ্বিতীয় দিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারত সরকারের পর্যটন মন্ত্রকের সচিব রেশমী ভার্মা।
তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের সৌন্দর্যকে বিশ্বের বিভিন্ন দেশের সামনে তুলে ধরতে আন্তর্জাতিক ট্যুরিস্ট মার্টের আয়োজন করা হয়েছে।
এতে ১৮টি দেশের ৫৩ জন প্রতিনিধি এবং রাজ্যের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশ নিয়েছেন। ট্যুরিস্ট মার্টের শেষে বিদেশি অতিথিদের উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আকর্ষনীয় পর্যটন স্থানগুলো ঘুরে দেখানো হবে। যাতে তারা নিজ দেশে ফিরে ভারতের সৌন্দর্য ও ঐতিহ্য এবং পর্যটন স্থানগুলো সম্পর্কে সংবাদ মাধ্যমে তুলে ধরেন। এতে বিদেশি পর্যটকরা ভারতের সৌন্দর্য সম্পর্কে জানতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এসসিএন/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।