সোমবার (২৬ নভেম্বর) আগরতলা টাউন হলে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির ২২তম রাজ্য সম্মেলনের পূর্বে এক সংবাদ সম্মেলনে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচ্যুরি এ কথা জানান।
তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর বামফ্রন্ট এবং অন্যান্য দলের সমর্থিত সংগঠনের লাখ লাখ কৃষক গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি পূরণের দুইটি দাবি নিয়ে দিল্লিতে জড়ো হবে।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ভারতের গণতন্ত্র রক্ষার জন্য এবং বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলনের ডাক দেবে তারা। পাশাপাশি ২০১৯ সালের ৮ ও ৯ জানুয়ারি দেশের ট্রেড ইউনিয়ন গুলো দুইদিন হরতালের ডাক দেবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসসিএন/আরআইএস/