বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন ডেকে একথা জানান আইপিএফটির সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা।
মঙ্গল দেববর্মা বলেন, ত্রিপুরা রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকা নিয়ে তিপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লি অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভারত সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব বিল-২০১৬ ত্রিপুরা রাজ্যে কার্যকর হয়নি। কারণ এই বিল ত্রিপুরায় চালু হলে জনজাতি অংশের মানুষের অস্তিত্ব বিপন্ন হবে। সর্বশেষ ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বশাসিত জেলা পরিষদের বহু আসন শূন্য হয়েছে। এই আসনগুলিতে দ্রুত নির্বাচন করে তা পূরণ করা। এই তিন দাবিকে সামনে রেখে আগামী ৫ ডিসেম্বর হরতাল পালন করা হবে।
বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৮
এসসিএন/আরআর