ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি। ছবি:বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারত সরকারের ‘নতুন নাগরিকত্ব বিল ২০১৬’ বাতিলের দাবিতে সরব হয়েছে উত্তর-পূর্ব ভারতের একাধিক ছাত্র ও যুব সংগঠন। এই বিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সংগঠনগুলো।

শুক্রবার (৩০ নভেম্বর) যৌথভাবে আগরতলায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করে টিএসএফ, আইওয়াইএফটি, টিএনএসএফ, টিডিএসএসএম, টিএসবি, ওয়াইটিএ এবং এটিএসইউ।

বিক্ষোভ কর্মসূচিতে এ বিল সংসদে পাস না করার দাবি জানিয়ে বলা হয়, আপত্তি সত্ত্বেও বিলটি পাস করলে উত্তর-পূর্ব ভারতের মানুষের অস্তিত্ব বিপন্ন হবে।


 
যদি এরপরও সরকার এই বিল পাস করে তবে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলো।  

প্রস্তাবিত নাগরিকত্ব বিলে ‘ধর্মীয় কারণে’ আশ্রিতদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পথ আরও সহজ করা হয়েছে। আগে ‘ধর্মীয় কারণে’ আশ্রিতদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে অন্তত ১২ বছর দেশটিতে সাধারণ বসবাসকারী হিসেবে থাকতে হতো। নতুন বিল আইনে পরিণত হলে আশ্রিতরা ভারতে কমপক্ষে সাত বছর ধরে বসবাস করেই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসসিএন/এপি/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।