বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, এ নিয়ে বুধবার (০৫ ডিসেম্বর) মহাকরণে ত্রিপুরা সরকার এবং আমুলের কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতে দুধের ঘাটতি রয়েছে। রাজ্যে দুধের ঘাটতি কী করে কমানো যায় এবং ডেইরি শিল্পের মাধ্যমে কী করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এর জন্য আমুল ও ত্রিপুরা সরকার নানা কর্মসূচি হাতে নিচ্ছে। এর প্রাথমিক পর্যায় হিসেবে ত্রিপুরা সরকার ৫ হাজার পরিবারকে দুটি করে মোট ১০ হাজার গরু দেবে।
এক জরিপে দেখা গেছে, ডেইরি শিল্পের মাধ্যমে রাজ্যে বছরে ১১০০ কোটি রুপির ব্যবসার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
এসসিএন/এপি