বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সিপাহীজলা জেলার অন্তর্গত কলমচৌড়া থানার বক্সনগর, ভেলুয়ারচর, কমলনগর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা গাছ ধ্বংস করা হয়। কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব সাহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজীব সাহা বলেন, এখনও রাজ্যের সিপাহীজলা জেলার পাহাড়ী এলকায় গাঁজা চাষ হচ্ছে। এসব গাঁজা চাষিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে প্রায় ২ হাজার ৫শ’ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। তবে গাঁজা চাষের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসসিএন/ওএইচ/