শুক্রবার (১৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এ কথা জানান সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা।
তিনি জানান, এ উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (রোববার) স্থানীয় সময় সকাল ৯টায় রাজধানীর কুঞ্জবনে সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যায়। সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আতশবাজি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর বাংলাদেশ ও ভারতের শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সহকারী হাইকমিশনার ছাড়াও প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এসসিএন/আরবি/