ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মায়ের মতো দেখি: বিপ্লব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মায়ের মতো দেখি: বিপ্লব সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতৃসুলভ আচরণের জন্য আমি তাকে মায়ের মতো দেখি। বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের জয়ে আমি খুবই আনন্দিত।

সোমবার (৩১ ডিসেম্বর) সাংবাদিকরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রতিক্রিয়া জানতে চাইলে নিজের অভিমত ব্যক্ত করে এসব কথা বলেন তিনি।

বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয় পেয়েছে।

তিনি বলেন, ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছি। গত ৩ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে শেখ হাসিনা ফোন করে অভিনন্দন জানিয়ে বলেছিলেন আমার প্রথম সফর যেনো বাংলদেশ দিয়ে শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।